প্রথমবারের মতো ঢাকায় ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমস সামিট ২০১৯’

‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমস সামিট ২০১৯’

জনসংযোগ, মিডিয়া ব্যবস্থাপনা ও ব্র্যান্ড কমিউনিকেশন্স কৌশল এবং দক্ষতা বাড়ানোর জন্য ঢাকায় প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘পিআর অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিট-২০১৯’। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ২৬ অক্টোবর দিনব্যাপী এ সামিটটি অনুষ্ঠিত হবে। কমিউনিকেশন্স ফার্ম র’দিয়া আইএনসি এবং সুশিক্ষায় স্বপ্নবুননের প্ল্যাটফর্ম ড্রিম ডিভাইজার ও শব্দকল্পদ্রুম এর সহযোগিতায় সামিটটি আয়োজিত হচ্ছে। আয়োজক র’দিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ রবিউস সামস জানান, এখন থেকে প্রতি বছর সামিটটি অনুষ্ঠিত হবে। এটি মিড-লেভেল এবং তরুণ পেশাজীবী, উদ্যোক্তা, ফ্রেশার এবং পিআর ও ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহীদের জন্য আদর্শ সুযোগ। সামিটটিতে অংশগ্রহণকারীরা ক্রিয়েটিভ কমিউনিকেটর, ডোমেন এক্সপার্ট এবং রিয়েল-লাইফ এডুকেটরদের কাছ থেকে একটি ইন্টারেক্টিভ পরিবেশ ও অভিজ্ঞতা শেয়ার করার প্ল্যাটফর্ম পাবে। যেখানে সেশনগুলো গণযোগাযোগ, বিজ্ঞাপন এবং ব্র্যান্ডিং ইকোসিস্টেমের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বাড়াবে। একইসঙ্গে থাকছে- দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বড় নেটওয়ার্কিংয়ের সুযোগ। ২০ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্য থেকে শিক্ষা, অভিজ্ঞতা এবং আগ্রহের বিবেচনায় ২০০ অংশগ্রহণকারী নির্বাচন করা হবে। বিশেষ এ ‘পিআর ও ব্র্যান্ড কমিউনিকেশন্স সামিটে’ অংশ নিতে অনলাইনে ১৫ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। ইভেন্ট সম্পর্কে বিস্তারিত bit.ly/2lDap9m এ লিঙ্কে পাওয়া যাবে। কল করা যাবে ০১৬৮০-৫৮৯৮৭৮ এ নম্বরে। সামিটের নলেজ পার্টনার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং ফটোগ্রাফি পার্টনার বক্স অফিস বিডি।


Sadia Mehjabin

4 Read Blog posts

Comments