BandhoB.com BandhoB.com
    #call #finance #money #cash #bitcoin
    Ricerca avanzata
  • Entra
  • Iscriviti

  • Modalità notturna
  • © 2025 BandhoB.com
    Su di noi • Contattaci • Sviluppatori • Privacy Policy • Condizioni d'uso • Rimborso • Cookie Policy • Impressum

    Selezionare Lingua

  • Arabic
  • Dutch
  • English
  • French
  • German
  • Italian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Turkish
  • বাংলা
Comunità
eventi blog Mercato Forum I miei prodotti Mie Pagine
Esplorare
Esplorare Post popolari Giochi Film Lavori offerte finanziamenti
© 2025 BandhoB.com
  • Arabic
  • Dutch
  • English
  • French
  • German
  • Italian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Turkish
  • বাংলা
Su di noi • Contattaci • Sviluppatori • Privacy Policy • Condizioni d'uso • Rimborso • Cookie Policy • Impressum
Ali Hossen Volta
User Image
Trascinare per riposizionare la copertura
Ali Hossen Volta

Ali Hossen Volta

@alihossen
 
  • Sequenza temporale
  • Gruppi
  • Mi piace
  • Amici 10
  • Foto
  • Video
  • Prodotti
First of Assalamualaikum
I'm a Muslim.
_______________________
I have big Heart For ❤️
But Not sold yet. ?
10 Amici
5 messaggi
Maschio
28 Anni
Lavorare in Electrical Substation Engineerin
Studiato a Rabindra Maitree University of K
Residente a Bangladesh
Situata in Kushtia, Bangladesh
image
Ali Hossen Volta
Ali Hossen Volta
4 anni

শের-শায়েরি:
----------------------------------------------

১. যে তোমায় স্বর্গ দেখায়,
সে তোমায় নরকও দেখাতে পারে।

২. মাঝে মাঝে, মন যা ভাবতেও পারে না,
হৃদয় তা-ও বোঝে।

৩. আমরা যা পাই,
তার উপর অনেকসময়ই
আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না।
তবে আমরা তা রাখব কি ছেড়ে দেবো,
তা পুরোপুরিই আমাদের হাতে।

৪. আমায় চাঁদের মতো ভালোবাসো।
আমার সমস্ত আঁধারে আলো ছড়িয়ে...

৫. সব কিছু মনে থাকে না,
তবে অনুভূতিটুকু
হৃদয়ে থেকে যায়।

৬. কোথায় গিয়েছিলাম,
জিজ্ঞেস কোরো না।
বরং জিজ্ঞেস করো,
কোথায় যেতে চাই।

অতীতে আমি নেই,
শুধুই ছিলাম।

৭.যদি কখনও দেখো,
তোমার পৃথিবী ভেঙে যাচ্ছে,
আমার পৃথিবীতে এসো।

৮. একদিন
এইসব কষ্ট
আর থাকবে না।
সেদিন থাকব
তুমি আর আমি।

৯. এসো, বৃষ্টির মতো সাহস রাখি;
পড়ে যেতে ভয় না করি।

১০. আজ আমার দিনগুলি খুব কঠিন।
তোমার কাছ থেকে
নিজেকে সরিয়ে রাখা
আরও বেশি কঠিন।

১১. এতদিন ধরে
নিজের সবটা দিয়ে
আজ কিনা ভাবছ
তোমার কিছুই নেই কেন!

১২. যার সঙ্গে থাকলে
নিজের প্রতি ভালোবাসা বাড়ে না,
তার সঙ্গে থেকো না।

১৩. তোমাকে ভুলে যেতে
আরও সময় লাগবে।
মানুষ সেই পৃথিবীতে হাঁটে কী করে,
যে পৃথিবী এতটা শূন্য!?

১৪. এখন কাউকে আর বলতেই পারি না,
ছেড়ে যেয়ো না।

আর কত বলা যায়!

১৫. তুমি ঠিক তা-ই,
তোমার সঙ্গে থাকলে
অন্যরা যা অনুভব করে;
মনে মনে তুমি
অন্য যা-ই ভাবো না কেন!

১৬. অনেক চেষ্টা করেও
যাকে বোঝাতে পারোনি,
তার কাছে নিজেকে
বোঝানো থামাও।

তুমি যতই বোঝাবে,
সে ততই ভুল বুঝবে।

১৭. আমাদের শেষদেখাটা
শেষদেখা হবার কথা ছিল না।

১৮. যতদিন না তোমার শিক্ষা হবে,
ততদিন পর্যন্ত ভিন্ন ভিন্ন অবয়বে
একই মানুষের সঙ্গেই তোমার দেখা হবে।

১৯. যে আমায় সারাক্ষণই উৎকণ্ঠার মধ্যে রাখে,
তাকে আমি নিজের মানুষ বলতে রাজি নই।

২০. আমার পৃথিবীতে
কিছু যদি আছে,
কিছু কিন্তু আছে।

যদিগুলিতে তুমি থাকো,
কিন্তুগুলিতে আমি থাকি।

Mi piace
Commento
Condividi
Ali Hossen Volta
Ali Hossen Volta
4 anni
I have big Heart For ❤️ But not Sold yet 🤣
Where do I go to sell it?
Mi piace
Commento
Condividi
Ali Hossen Volta
Ali Hossen Volta
4 anni
Have a good day 😊
Made me happy
Mi piace
Commento
Condividi
avatar

Tahmidur Rahman

 
❤️❤️
Mi piace
1
Mi piace
· rispondere · 1631992241

Ellimina il commento

Sei sicuro di voler eliminare questo commento?

Ali Hossen Volta
Ali Hossen Volta
4 anni

যে থাকার, সে থাকবে।...এটা পুরোপুরিই গা-বাঁচানো, ফালতু ও ভুয়া একটা কথা। যত্ন না করলে লোহার পিঠেও জং ধরে, হিরের গায়ে ধুলোর স্তর জমে।
যত্ন না করলে যেখানে পালা-কুকুরটাও চলে যায়, সেখানে কী করে আশা করছেন, একটা মানুষের যত্ন না নিলেও সে জীবনে থেকে যাবে?

থাকলে থাকবে, না থাকলে নাই!...এই কথাটা পুরোপুরিই একটা দায়িত্বজ্ঞানহীন কথা। যাদের ভেতর ন্যূনতমও দায়িত্ববোধ নেই, তারাই এই কথাটা বলে। এবং, যারা এমন কথা বলে, তারা আসলে কাউকেই লাইফে ডিজার্ভ করে না। তাদের উচিত, একা থাকা।

দেখেছেনই তো, যত্ন না করলে ফুলের বাগানেও আগাছা জন্মায়, বটগাছের মগডালেও পরগাছা গজায়। যেখানে অযত্নে অযত্নে গাছেরও আগাছা জন্মায়, সেখানে কী করে আশা করছেন, অযত্নের পরও মানুষ থেকে যাবে?

খেয়াল করলে দেখবেন, আপনি মানুষটিকে যতই গভীরতা দিয়ে ভালোবাসেন না কেন, মানুষটির কাছ থেকেও একইরকমের যত্ন না পেলে ধীরে ধীরে তার প্রতি আকর্ষণ হারাবেন, মনের মধ্যে কেমন একটা বিতৃষ্ণা জন্মাবে, ফলে ক্রমশই অন্য কারও প্রতি আপনার আগ্রহ তৈরি হবে।

মানুষের মনটা অনেকটা জলের ধারার মতন, যেদিকে টান পায়, সেদিকেই বয়ে যায়।
এই মনটা আবার অনেকটা কুকুরের মতনও, একটু যত্ন পেলেই সে আঁকড়ে ধরে বাঁচতে চায়।

যে মানুষটি আপনাকে পেয়েও ‘যে থাকার, সে এমনিতেই থাকবে!’ সূত্রে আপনাকে অযত্নে রাখে, তাকে পলিথিনে মুড়িয়ে ডাস্টবিনে ছুড়ে ফেলে আসাটাই আপনার কর্তব্য।
যে মানুষটি ‘থাকলে থাকবে, না থাকলে নাই!’-এর মতো অমন বস্তাপচা নীতিতে বিশ্বাস করে আপনাকে ধরে রাখার চেষ্টাই করে না, তার মুখে থুতু ছিটিয়ে অন্য কারও হাত ধরে উলটোপথে হেঁটে যাওয়াটা আপনার জরুরি দায়িত্ব।

বাঁচতে চাইলে ছাড়তে জানতে হয়। কেউই অপরিহার্য নয়, কিছুই চিরন্তন নয়। এক মৃত্যু বাদে আর কোনও ঘটনাই অনিবার্য নয়।

আমাদের পুরা লাইফটাই মেড ইন চায়না, বাস্তবে এখানে ‘গ্যারান্টি’ বলে কোনও শব্দই নাই! যা আছে, তা কেবলই কাগজে-কলমে!

যার ভেতর আপনাকে ধরে রাখার দায় বা দায়িত্ববোধ নেই, তার জন্য নিজের অমূল্য ভালোবাসা খরচ করা ভালোবাসারই চরম অবমূল্যায়ন!

এ পৃথিবীতে ভালোবাসার চেয়ে ঢের ঢের জরুরি বিষয় হলো আত্মসম্মানবোধ। যে আপনাকে সম্মান দিতে জানে না, সে আপনার ভালোবাসা ডিজার্ভই করে না, তা সে যে অবস্থানেরই মানুষ হোক না কেন! যে আপনাকে মূল্যবান ভাবে না, সে-ও আপনার কাছে ছিটেফোঁটাও মূল্যবান কেউই নয়! নিজের মূল্যটা বুঝতে শিখুন, দেরি হয়ে যাবার আগেই! আপনার মূল্য দেয় না যে, তাকে আপনার মূল্যটা বুঝতে দিন। সময়ই অনেক উত্তর দিয়ে দেয়, মুখে কিছু বলতে হয় না।

যা-ই ঘটুক না কেন, মানুষের জীবনে একজন নির্বিকার ভালোবাসার মানুষের চেয়ে বরং একজন যত্নশীল ভালোবাসাহীন মানুষই অনেক বেশি প্রয়োজন। ভালোবাসায় নয়, জীবনটা যত্নেই বাঁচে। যদি কখনও টের পেয়ে যান, আপনার মানুষটা ভালোবাসে, কিন্তু যত্ন নিতে জানে না বা নিতে জানলেও নেয় না, তখনই তার জীবন থেকে সরে দাঁড়াবার কথা ভাবুন।

যে আপনার যত্ন নেয় না, খোঁজ নিলে জানতে পারবেন, সে-ও কিন্তু অন্য কারও যত্ন নিতে চায়!
সামান্যতমও লজ্জা থাকলে কাউকে দিয়েই জোর করে আপনার যত্ন নেওয়াবেন না!

আপনার দেহে কিংবা মনে যত রকমেরই আঁচড় বা আঘাত স্থায়ীভাবে লেপটে যাক না কেন, সাইকোপ্যাথ ও টক্সিক পার্টনারকে ছেড়ে আসতে চাইলে কেবল একটি যোগ্যতাই লাগে: যদি আপনি ইতোমধ্যেই কবরে চলে না যান!

Mi piace
Commento
Condividi
Ali Hossen Volta
Ali Hossen Volta  Cambiato l'immagine del profilo
4 anni

image
Mi piace
Commento
Condividi
avatar

Tahmidur Rahman

 
👍
Mi piace
1
Mi piace
· rispondere · 1631992248

Ellimina il commento

Sei sicuro di voler eliminare questo commento?

Carica piu notizie

Unfriend

Sei sicuro di voler disapprovare?

Segnala questo utente

Modifica offerta

Aggiungi Tier.








Selezionare unimmagine
Elimina il tuo livello
Sei sicuro di voler cancellare questo livello?

Recensioni

Pagare con il portafoglio

Avviso di pagamento

Stai per acquistare gli articoli, vuoi procedere?

Richiedere un rimborso