যে মানুষ ঠকে যায় সে তো ঠকেই গেলো, তার সবকিছু ওখানেই শেষ... আর যে ঠকায় সে প্রতিনিয়ত এক মানষিক যন্ত্রণা নিয়ে দিন কাটায়, না জানি সেও কোনদিন ঠকে যায় !
মজার ব্যাপার হচ্ছে ঠকে যাওয়া মানুষের সান্ত্বনা হলো তাকে ঠকানোর আর কেউ নেই.... আর যিনি ঠকালো তার ভয় হলো, তাকে ঠকানোর অনেকেই আছে !
সৃষ্টিকর্তার অবাধ্য হলে তার শাস্তি হয়তো দুনিয়ায় নাও পেতে পারেন... তবে তার সৃষ্টির প্রতি অন্যায় অবিচার করলে তার ফল অবশ্যই দুনিয়াতে পাবেন !
এই বৃত্তাকার পৃথিবীতে আপনি যা করবেন ঠিক তা-ই একদিন ঘুরেফিরে আপনার কাছে ফিরে আসবে, আসবেই !!
তাই ঠকে গেলে আফসোস করতে নেই, আবার কাউকে ঠকাতে পারলেও নিজেকে বাদশাহ মনে করতে নেই, কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত বা বাকী থাকে না...
অপেক্ষা করুন, হিসাব মিলবেই....!!!