আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইশেন, কয়েকশ’ ফ্লাইট বাতিল
জাপানের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইশেন।
রোববার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে এটি।
এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায় সাড়ে চার লাখ ঘরবাড়ি।
উপকূলীয় এলাকায় বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছাস সৃষ্টি হয়। লন্ডভন্ড হয়ে যায় পুরো উপকূল।
এর আগে পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় অন্তত ৮০ লাখ বাসিন্দাকে।
বন্ধ করে দেয়া হয় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত।
জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। সেইসঙ্গে, বাতিল করা হয় কয়েকশ’ ফ্লাইট ও ট্রেনের সময়সূচি।

image