Supreme Tours & Travels
Supreme Tours & Travels

Supreme Tours & Travels

@supremetours

এবার দুবাই ফেরা নিয়ে জটিলতায় বাংলাদেশি প্রবাসীরা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির পর এবার দুবাই ফেরা নিয়ে জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের।
তাদের অভিযোগ, দুটি বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্টদের আশ্বাসে চড়া দামে টিকিট কিনলেও বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়েছে অর্ধশতাধিক যাত্রীকে।
ইতোমধ্যে যারা টিকিট কিনেছেন ফেরা নিয়ে অনিশ্চয়তায় আছেন তারা।
এজন্য বিমান্সংস্থাকে দুষছে ট্রাভেল এজেন্টরা।
ভুক্তভোগীদের অভিযোগ, ভিসা ঠিক থাকলে কোনো অনুমোদন ছাড়াই যাওয়া যাবে ফ্লাই দুবাই ও এমিরেটস এয়ারলাইন্সের এমন আশ্বাসে চড়া দামে টিকিট কাটলেও বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে অনেককে।
ভুক্তভোগীরা জানান, টিকেট নিতে গেলে বলেছে; কোনো ধরনের অ্যাপ্রুবাল লাগবে না, শুধু ভিসা একটিভ থাকলেই হবে।
আমরা ১ লাখ ২০ হাজার দিয়ে টিকেট কেটেছি। কিন্তু এখন বলছে, দুবাই যেতে হলে গ্রিন সিগন্যাল লাগবে।
হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেনে এ এইচ এম তৌহিদুল উল আহসান বলেন, তাদের প্যাসেঞ্জার রেসিডেন্ট ইনফরমেশনে মিস-ম্যাচ হলে অ্যাপ্রুবাল আসে না।
অনুমোদন লাগবে না সেটা বললে; আমার কিছু করার নেই।
দুবাই ভ্রমণের ক্ষেত্রে দেশটির জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি ও ফরেন অ্যাফেয়ার্স কর্তৃপক্ষের অনুমোদনের পাশাপাশি কোভিড সার্টিফিকেট লাগে।
আর ইউএইতে প্রবেশের জন্য অবশ্যই সংশ্লিস্ট যাত্রীর uaeentry.ica.gov.ae লিঙ্ক গিয়ে গ্রিন সিগন্যাল লাগবে।

image

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইশেন, কয়েকশ’ ফ্লাইট বাতিল
জাপানের দক্ষিণ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন হাইশেন।
রোববার স্থানীয় সময় দিবাগত রাত ৩টার দিকে ঘণ্টায় প্রায় ১৮০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হানে এটি।
এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে প্রায় সাড়ে চার লাখ ঘরবাড়ি।
উপকূলীয় এলাকায় বড় জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে।
উপকূলীয় এলাকায় ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছাস সৃষ্টি হয়। লন্ডভন্ড হয়ে যায় পুরো উপকূল।
এর আগে পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় অন্তত ৮০ লাখ বাসিন্দাকে।
বন্ধ করে দেয়া হয় দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত।
জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। সেইসঙ্গে, বাতিল করা হয় কয়েকশ’ ফ্লাইট ও ট্রেনের সময়সূচি।

image